Arun Maji Slavery Poems

যে দেশ, নারীদেরকে ক্রীতদাসের (slave)
মতো ট্রিট করবে; সে দেশ, জাতি হিসেবে
চিরদিন ক্রীতদাস (slave)থাকবে। নারীরা,
পুরুষদের যৌন তৃষ্ণা মেটায় আর তাদের
...

কোন প্রথা বা বিশ্বাসের প্রতি তোমার
আনুগত্য বা আসক্তি, তোমাকে পরাধীন
করে। "বিশ্বাস" হলো উঁচু দেওয়াল যুক্ত
এক কয়েদখানা।
...

স্বাধীনতার আগে আমরা ইংরেজদের চাকরগিরি
করেছি। আজ আমরা নেতাদের চাকরগিরি করছি।
কোন তফাৎ আছে? হ্যাঁ, আছে।
...

4.
চাকর ও চাকরী (Slavery)

চাকরী শব্দের উৎপত্তি চাকর শব্দ থেকে।
চাকরী করলে মানুষের বিকাশ ঘটা খুব কঠিন।
খোলা বন্ধনহীন মনে ভাবনার সুযোগ না থাকলে,
মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে কি করে?  
...

"মানুষ" নিজে নিজে ভাবতে পারে। কিন্তু কোন
"ক্রীতদাস" পারে না। ক্রীতদাসের মস্তিস্ক তার
প্রভু বা রাজমুত্রের দুর্গন্ধে চির সংজ্ঞাহীন থাকে।
...

মানুষ আর তার জাগরণের মাঝখানে একটা উঁচু পাহাড় আছে। সেই পাহাড়কে মানুষের চিন্তার শক্তি দিয়ে জয় করতে হয়।
একটা জাতি আর তার জাগরণের মাঝখানেও একটা উঁচু পাহাড় আছে। সেই পাহাড়কে সেই জাতির জনগণের চিন্তার শক্তি দিয়ে জয় করতে হয়।

১৯৯৯ সালের জুন বা জুলাই মাস হবে সেটা। আমি তখন কার্গিল যুদ্ধে একটা ইনফ্যান্ট্রি ইউনিটের ডাক্তার। একদিন ইউনিটের CO (কমান্ডিং অফিসার)আর আমি, একটা পোস্ট পরিদর্শনে গেছি। দেখলাম- যেখানে AGL gun (অটোমেটিক গ্রেনেড লঞ্চার)ডিপ্লয় করা আছে, তার সামনের গাছগুলোকে কেটে ফেলা হয়েছে।CO রেগে গিয়ে জিজ্ঞেস করলেন-
...

Close
Error Success