প্রতিটি সুখের স্মৃতি,
প্রতিটি সাফল্যের মুহূর্ত,
প্রতিটি রঙীন স্বপ্ন
যা আছে আমার
সব তোমাকে দিলাম।
হৃদয়ের বারান্দায়,
স্মৃতির ড্রয়ারে,
মনের কুঠিরে
যেখানে খুশি
তুমি রাখতে পারো
সাজিয়ে, গুছিয়ে.
এলোমেলো করে,
ঠাসাঠাসি করে।
জেনে বুঝেই দিলাম
সবকিছু তোমায়
কারণ সেগুলো অন্তত
জীবিত থাকবে
তোমার নরম ছোঁয়ায়
ও উষ্ণ ভালোবাসায়।
©Dipankar Sadhukhan
Kolkata, India
10th June,2015.