মগজ ঠাসা জীবনের
রহস্য উদ্ঘাটনের চিন্তা নিয়ে
মরুভূমিতে তৃৃষ্ণার্ত পথ হারানো
পথিকের মতো ঘুরছিলাম আমি
একা এক অজানা পথে
গ্রীষ্মের রোদের বিকালে।
দেখলাম গুটিকতক কাক
কা কা স্বরে উড়ছিল
আমার চারপাশে।
তাদের চোখ গুলো বলে দিচ্ছিল
তারাও আমারই মতো
তৃৃষ্ণার্ত ও ক্ষুধার্ত।
আমাকে আমি জানতাম
স্বতন্ত্র আমি হিসাবেই।
কারোর সঙ্গে কোন সাদৃশ্য
ছিল না আমার।
বুঝলাম কাকগুলোর সাথে
অদ্ভুত ধরণের মিল রয়েছে আমার।
হেঁটেছি অনেক পথ
একা এই অচেনা পথে।
আমি ক্লান্ত; আমি ক্ষুধার্ত
ঠিক যেন ঐ কাকগুলোর মতো।
হয়তো বা তাদের ক্ষুধা মেটাতে
আর বাড়ি ফেরা হবে না আমার।
©Dipankar Sadhukhan
Kolkata, India.
29th November,2015.