প্রতিটি যুগের চেয়ে তার পরের যুগ আরও খারাপ হবে।
আমরা আনাস্ ইব্নু মালিক (রাঃ) -এর নিকট গেলাম এবং হাজ্জাজের নিকট থেকে মানুষ যে জ্বালাতন ভোগ করছে সে সম্পর্কে অভিযোগ পেশ করলাম
তিনি বললেন, ধৈর্য ধর।
কেননা, মহান প্রতিপালকের সাথে মিলিত হবার পূর্ব পর্যন্ত(অর্থাৎ মৃত্যুর পূর্বে) তোমাদের উপর এমন কোন যুগ অতীত হবে না, যার পরের যুগ তার চেয়েও বেশী খারাপ নয়।
...
Read full text