The Truth Poem by pranab Majumdar

The Truth

যুগলবন্দী
প্রনব মজুমদার

(১)
হিন্দু যে জন সে গুলি মেরেছিল
মুসলমান জন ছোরাঘাত করেছিল
রক্তাপ্লুত হয়ে দুজনেই পড়ে আছে নিথর

খবর-খবরি'র পর
একজন চিতায় চড়বে
অন্যজন মাটিচাপা পড়বে

আর কি আশ্চর্য!
কারো তোয়াক্কা না করে
সকলের চোখের সামনে

দুটি ভিন্ন ধর্মের রক্তধারা মিশে যাচ্ছে অবাধে...

(২)
পুকুরের জল বললো-
আমার বহিরঙ্গ নিস্তরঙ্গ কিন্তু অন্তরঙ্গে ভীষন তোলপাড়
অবশ্য ভয়ের কিচ্ছু নেই, গাঁয়ের বধুরা নির্বস্ত্র হয়ে গা ভাসাতে পার;
জানি এসব দেখে আকাশ জ্বলবে আর বলবে-আমার একটাই চাঁদ
অথচ সামান্য পুকুরে এত চাঁদের মেলা?
আকাশ জলকে 'মিডলক্লাস'আর মাটিকে 'সর্বহারা' ভাবে
নাকউচু আকাশ বোঝে না জলই জীবন আর মাটি প্রেমাঙ্গন...

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success