নীল বেদনায় ভর ক'রে আমি হাঁটি
বেদনাবিধুর জলধিতে উত্তাল -
চন্দ্রজোয়ারে কমনীয় পলিমাটি,
চক্রবুহ্যে যা কিছু পরিপাটি -
ঊর্মিমালার জলসিজ জঞ্জাল;
ঢেউ সুনীল ছেয়ে তার সামরিক ঘাঁটি-
নাবিক আর সৈনিক, য'দি দিকচক্রবাল
এর কিছু বিলম্বে ঘটে কোর্ট মার্শাল-
এসো যুদ্ধাপরাধ শরীর থেকে খুলে ফেলে
আমরা কৃষ্ণসাগরে ডুবসাঁতার কাটি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem