দুটা ছিল বনসাই-
মৌ আর রা'দা;
অবহেলায় থেকে থেকে
মরে যায় একটা একদা।
কি হবে দিয়ে নিষ্প্রাণ গাছ
দেখব কি আর সবুজ পাতা সেই?
শেষমেশ তাই একদিন
ওটাকে ফেলে দেই!
ঘরে এসে যখনি
অন্যটাতে চোখ পড়ত,
আনমনে গাল বেয়ে-
দুচোখে অশ্রু ঝরত।
অপরটাকেও তাই একদিন
বাইরে আসি রেখে
পরদিন আর পাইনি ওটা
নিয়ে গেছে কেউ বা দেখে!
ভুলে গেছি সেই বনসাই
ভুলে গেছি সেই মৌ-রা'দা!
জীবনের ছন্দপতন
জীবনের সাথে বাঁধা।