পিতৃতর্পণ
সৌমেন চট্টোপাধ্যায়
বিপন্ন চৌকাঠে মাথা রাখি। গ্রাম জুড়ে অসমাপ্ত সন্ধ্যা নামে। আদিবাসী উপত্যকা হতে অজানা জমাট কন্ঠস্বর নিয়ে গেলো সূর্যাস্তের দেশে। একাকী চিতার উষ্ণতার জলছাপ পোড়ালো আমাকে। সারাটা জীবন যে অভ্যাসে তাকিয়েছি তোমার শরীরে আজ তাকে কেমন অচেনা মনেহলো। দীর্ঘছায়া ছুঁয়ে দেখেছি ক্লান্তির অস্তিটুকু শ্মশানের মাটি ছুঁয়ে শুয়ে আছে। দিকশূন্যহীন ঈশ্বরের ভাঙ্গা মন্দির বাঁশবন পুকুরের জলঘাস পৃথিবীর প্রবাহের মুখে তোমার আমার যৌথ ইতিবৃত্ত রেখে গেলো। আদিম জাতির হেমন্ত আকাশ হতে নির্জনে অনার্য পৃথিবীর দামোদর ঢালু হয়ে নেমে গেছে। পাঁজরের হাড়ে নিপীড়িত অন্ধকার ধরিত্রীর রুগ্ন কঙ্কাল দুহাতে নিয়ে তর্পণ সেরেছে।
...
Read full text