নিজের মতন করে দেখাই কি সত্য দর্শন!
সৌমেন চট্টোপাধ্যায়
ব্যথিত বিশ্বের দিকে চলে যায় আমন্থর পড়ন্ত বিকেল
মহাকালে ছেদ দিগভ্রষ্ট পাখির চেতনা কোথাও ছিলনা
দর্শনীয় বস্তুকে নিজের মত করে গড়া তোমার সীমানা
জরাক্রান্ত মাটি ছিলোনা, নদীর মত ছিলো প্রত্যেক সকাল
যুবতী ভোরের মর্মে প্রবীণ দুপুর বেঁচে আছে এতকাল
সীমাহীন পরিণাম ঘুরঘুর করে তবু পাখির চেতনা
দিগভ্রষ্ট প্রতিবিম্বে নিজেকে ছড়িয়ে খুঁটে খায় শষ্যকনা
ধানের মঞ্জরী জীবনের রূঢ় প্রবাহে রেখেছে জন্মজল
প্রজন্মের গ্রন্থনা প্রজ্ঞার দিকে চলে যায় জ্ঞানের বাতাসে
নিজের দেখাকে তবু সাজিয়েছে পৃথিবীর ছায়ার দর্শনে
আস্তাকুঁড়ে মানুষের পরাজয় শান্তি খুঁজে সান্ত্বনার ঘাসে
তীর্থযাত্রী ঋজু আলো বোধের ঘনত্বে মহাশূন্যের এখানে
নিজেকে মহৎ করে চিরকাল পৃথিবীর ঋণ ভালোবাসে
তারপর অরণিমন্থনে শব্দ জাগে ব্যথিত বিশ্বের মনে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem