যুবতী নদীর জল
সৌমেন চট্টোপাধ্যায়
চোখের গহ্বরে জ্বলজ্বল করে প্রস্ফুটিত যুবতী মন্দির
যেভাবে গাছেরতলে গন্ধ ছড়ায় বিগত বাগানের ফুল
আমি অন্ধ বন্ধ দুয়ারে অরণ্যময় জীবনের কিছু ভুল
শূন্য হাত শুধুই মাটিতে খুঁজেছিলো জল অতল নদীর
কুমারী সঙ্গীত হয়ে অলক্ষে জাগিয়েছিলো তোমার শরীর
পাহাড়ী পথের বাঁকে বাঁকে যতিরেখাহীন সঙ্গমে আকুল
দেহদুটি আজ বহুদূরে; বহুদূর তুমি রেখেছিলে কুল
সংক্ষিপ্ত আকাশ ভেঙ্গে চলে গিয়ে চেয়েছো সময় বিরতির
রাজ্যজয় তুচ্ছ মনে হয় দেহ দেহহীন থাকে অবিরল
শকুন্তলা ফিরে এলে পদ্মযোনিবর্ত্মে ফণীমনসার ঝোঁপে
গোধূলির শব্দসন্ধ্যা জয়দেব পদ্মাবতী আঁকে অনর্গল
ধ্বনিসাধনার ক্ষণে সফল বৈরাগী ছিলে অন্তরঙ্গ রূপে
হারানো মন্দিরে রাতজাগা পুরোহিত খুঁজে যুবতী অঞ্চল
কুলের যে শর্তে আমাকে আকুল করে তুমি পোড়ালে উত্তাপে
তার চিহ্ন নেই, আছে শুধু প্রস্ফুটিত কুমারী নদীর জল
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem