অন্তরীক্ষ থেকে নেমে আসে কার্তিক সন্ধ্যার নক্ষত্রনদী। গোধূলির ধুলো জল প্লাবনে ভেসে গেলো নাভিমূল দেহের ছাই।
ক্ষয়ে ক্ষয়ে আমার বিস্ময় বিস্তার এখন এখানে নির্বাসিত।
কাঁকুরে মাটির বুকে ঝরা ফুলগুলি শুয়ে আছে। এই দৃশ্যে বিবর্ণ স্বরের শব্দ শুনতে পাই। এই চিত্র নষ্ট নয়— বিপরীত স্রোতেরও নয়।
বিন্দু বিন্দু জীবনের স্বেদের সঞ্চয়।
...
Read full text