অপেক্ষায় থাকতে Poem by Somnath Patra

অপেক্ষায় থাকতে

অফিস থেকে বাড়ি ফেরার পথে
প্রায়ই দেখি -
চৌরাস্তার কাছে ট্রেকার স্ট্যান্ডে
একটি মেয়ে ঠায় দাঁড়িয়ে থাকে
আর,
ঘন ঘন ঘড়ি দেখে,
শ্যামবর্ণ, পিঠে স্কুল ব্যাগ
টিউশন যাওয়ার আগে বা ফেরার পথে
অপেক্ষায় থাকে,
হয়ত বা একটিবার দেখে নিতে চায়
তার প্রিয় পুরুষকে

এসব দেখি আর ভাবি -
একটা সময় ওই একই স্থানে
আমার জন্য তুমিও অমন
অপেক্ষায় থাকতে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success