শেষ হেমন্তের বিকেলে যখন
AN AFTERNOON OF ENDING AUTUMN  
by -  শিশির ভেজা - - - 
- - - - - - - - - - - - - - - - - - - - - - - 
নরম রোদের হাল্কা পরশে
বিড়ালটা এপাশ ওপাশ করছে
কি দারুন চড়ুইগুলো চটপটে 
বিরামহীন  নেচে চলে! 
হেমন্তের শেষ বিকেলে
বিলপাড়ে ক্যানভাস করে
তুলিতে নীল আকাশ
হাল্কা বেগুনি নীল এঁকে! 
ছড়ানো বাদামী খড়
বিলের কাছে
বক ঘুঘু আর কবুতর
কি এত খুঁটাখুঁটি
পথের ধারের জুটি! 
রঙ্গে রঙ্গে হাল্কা সোনা
ছড়িয়ে আছে
যায় কি গোনা
মন কেড়ে নেয়
কি এক স্পন্দনে
বিকেলটা বলে যায়
দুলে যায়
কেঁদে যায়
নিজ ভাষায়
বুঝা দায়
মাটি পানি আকাশ
দিবে কি আমারে অবকাশ!                
 
                    
 
                    