Royechi Sei Ekai Poem by binayak dutta

binayak dutta

binayak dutta

Silda, Paschim Medinipur, West Bengal, India

Royechi Sei Ekai

এখনো পেট উবুড় করে শুই
ভোর রাতে অর্ধেক আশা মাটি ছোয়
কোঁকড়ানো বিছানার সাথে


এখনো স্বপ্ন দেখি
হয়ত হাত পা ছুঁড়ি তারেই ঘোরে

এখনো বিশ্বাস ভাঙে
গলা টিপে ধরব পুরনো ভুলের
মুহূর্তে কর্পূরের মতো উড়ে যায় জমানো রাগ

এখনো কষ্টে হাসি পায়
বাতাসে পেলে চেনা গন্ধ নাখ ও ডুবোই
আমি কি বদলাতে পারিনি?

মাঝরাতে ফোনের আলো জ্বলে উঠলে
এখনো বোকার মত তোমার কথা ভাবি

এখনো তুমি আমার সাথে কেন্দ্র না মিলিয়ে
স্পর্শক হয়ে বেরিয়ে যেতে চাও পরিধি ছুঁয়ে

Wednesday, May 18, 2016
Topic(s) of this poem: love and dreams,lifestyle
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
binayak dutta

binayak dutta

Silda, Paschim Medinipur, West Bengal, India
Close
Error Success