সাক্ষী Poem by RAJAT GHOSH

সাক্ষী

আমার আনলার অগোছালো জামা
একলা একলা দিচ্ছে জানালায় হামা,
ইস্ত্রি বিনা ঘামের পারফিউম গন্ধে
এই একলা শহরে রাত্রি জাগে সন্ধ্যে।

মধুমাস, মালতি আর মনকেমনের দাগ
লেগে রয়েছে ফেলে আসা বসন্তের ফাগ,
কত তারা সাক্ষী, আদর আর সোহাগের
লেখা আছে কত অক্ষর, অসীম আবেগের।

এই জামাতে জমেছে কালো কালো কত বিন্ধু
এঁকেছে বি-স্মৃতি মন কেমনের অসীম সিন্ধু,
ডুবে গিয়েছে শেষে সূর্য, চন্দ্র কিরণে দেশ মগ্ন
তবুও এ জামায় সাক্ষী একবুক সভ্যতা ভগ্ন!

ঘুম ভেঙে যায়, সাতসকালে, করতাল আর হরিবোলে
সাক্ষীর জামা গেছে চলে, আপন মনের বে খেয়ালে!

Wednesday, February 12, 2025
Topic(s) of this poem: old memory
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success