নেমেছে শেষে এ বিশ্ব মাঝে সবুজাভ এক মন
ভগ্ন প্রাচীর দীপ্তিময়ে, সর্বহারা সকল সুধীজন;
পূর্ণা নদী, উছলে ওঠে দুই পার ঠেলে দেশে
সিক্ত হলো কত গ্রাম, ক্ষণিক আনন্দ সুখে;
অব্যক্ত কথা ঢাকা পড়ে যায় কাল্পনিক শব্দে
কোন ডুবুরি ডুব দিল গভীরে, মনিমালা মহাকাব্যে?
ডুবলো শেষে ঘুমের দেশে কোন এক অপ্রাপ্তি
ঘড়ির কাঁটা বিরামহীন, মহাকাব্যে কত আসক্তি;
কাটছে সাঁতার, পূর্ণা নদী, অদ্ভুত গভীরতা,
নিঝুম রাতে, পিচ্ছিল জলে, অদ্ভুত এক মাদকতা!
ওই পাড়ে, ওই গভীরে, না জানি কত দুর্বিপাকে
অশান্ত উত্তাল, পূর্ণা নদী, কত শত-হাজার ঘূর্ণিপাকে;
একলা ডিঙি, পূর্ণা মাঝে, তালে তালে ঢেউ তোলে
কত সুখে মাঝি, ধড়ফড় বুকে ফেরে, অ-পূর্ণার কোলে!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem