বিপ্লব Poem by RAJAT GHOSH

বিপ্লব

ধ্বংস শেষে প্রহর জাগবে নিদ্রামগ্ন রাতি
রণহুঙ্কারে শত সহস্র নিভলো জীবন বাতি,
দুহাত তুলে স্পর্ধা বলে, দিলাম বাড়িয়ে ছাতি
গুলির রক্তে ইতিহাস হবে, লুটিয়ে পরা জাতি!

আহা রাষ্ট্র! তুমি কি শোষণ যন্ত্র?
দীক্ষা নিয়েছ, গুলি গ্রেনেডের মন্ত্র?
আহা রাষ্ট্র! তুমি কি গিলেটিন, শুনছো না গণ-গর্জন?
ব্যবচ্ছিন্ন বাস্তিলে তোমাদের কি দেবে না বিসর্জন?

একদিন শেষে নীরব বুকে বিপ্লব হবে শান্ত,
রাষ্ট্র তোমার নিদারুণ যন্ত্র, হবেই রণক্লান্ত;
একদিন বুঝি, বিপ্লব শেষে, হাসবে শত প্রাণ,
দিন শেষে ওরা রাখবেই, নয়া বিপ্লবের মান!

সোনার বাংলা ইতিহাসে লিখেছে, বিপ্লবের জয়গান!
সোনার বাংলায় শান্তি নেমেছে, শ্মশান শাসনে শুনশান?

Sunday, August 4, 2024
Topic(s) of this poem: nationality,revolution,revolutionary
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success