শুধু তোমারই জন্য (Only For You) Poem by Dipankar Sadhukhan

শুধু তোমারই জন্য (Only For You)

Rating: 5.0

তোমার পরশ আমার মনে
ভালোবাসার জোয়ার আনে।
প্রাণ ভরা তোমার ঐ হাসি
আমার হৃদয়ে বাজায় বাঁশি।

আমার জীবন তোমার ছাড়া
মনে হয় যেন ছন্দহারা।
তোমার প্রেমে আমার হৃদয়
হয়ে ওঠে সদা আনন্দময়।

গ্রীষ্মকাল ও শীতের সময়
সবই যেন বসন্ত মনে হয়
যদি তুমি আমার সাথে
সময় কাটাও দিন ও রাতে।

তোমাকে ছাড়া কাব্য সাধনা
কখনই আমি ভাবতে পারি না।
তোমার জন্য সৃষ্ট ভুবন
বেঁচে রবে চিরদিন- চির ক্ষণ।


© Dipankar Sadhukhan
Kolkata, India.
7th November,2015.

This is a translation of the poem 191. Only For You by Dipankar Sadhukhan
Friday, October 14, 2016
Topic(s) of this poem: love
POET'S NOTES ABOUT THE POEM
Translated in Bengali.
COMMENTS OF THE POEM
Close
Error Success