আমার আকাশ স্বপ্নে ভরা।
হৃদয় আজ বাঁধনহারা।
আমার চন্দ্র, নক্ষত্র, তারা
তোমার প্রেমে আত্মহারা।
আমার সূর্য তোমার তরে
কিরণ দেবে জীবন ধরে।
আমার পৃথিবী তোমার নিয়ে
থাকবে চির অমর হয়ে।
তোমার স্পর্শে আমার এ মন
উষ্ণ র'বে সারাটা ক্ষণ।
তোমার আমার প্রাণের খেলা
শেষ হবে না যাবার বেলা।
থাকবে তুমি আমার হৃদয়ে
শুক্লপক্ষের চন্দ্র হয়ে।
তোমার জন্য সৃষ্ট ভুবন
বেঁচে র'বে সারা জীবন।
©Dipankar Sadhukhan
Kolkata, India.
3rd February,2016.