বিচ্ছেদ আসলে এক যজ্ঞ পদ্ধতি Poem by Mriganka Sekhar Ganguly

বিচ্ছেদ আসলে এক যজ্ঞ পদ্ধতি

বিচ্ছেদ আসলে এক যজ্ঞ পদ্ধতি,
সুরা তীব্র নেশা যার চূড়ায় করোটি।
এহেন রন্ধন ঘ্রাণ নরমেদ সম,
সে তীব্র নলী কাটে। অজ্ঞতা অমর
হওয়ার বাসনা-ক্ষম সবই সাধুবাদ;
যা কিছু স্থিরতা জলে তাইতো প্রমাদ।
আমি তার হাহাকারে সামান্য সময়
দেখেছি প্রতিটি বাক্য প্রতি অব্যয়
আসলে ধারণা দেয় কতখানি পাপ
তোমার দৈন্যদশা করে পরিমাপ।
সে অর্থ ভয়ার্ত যার অঙ্গভরা শাপ
অথচ রক্তপাতে নেই অনুতাপ।
আদিম রক্ষণনীতি শরীরে শমন,
যেমন মারিচ ডাকে 'ভাই লক্ষ্মণ'!
সে ছল চাতুরি তুমি ধরতে পারো না;
সকল হত্যালীলা জেনো উলবোনা।

Copyright © Mriganka Sekhar Ganguly

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success