যে ক্লান্তিতে হে ঈশ্বর
বারে বারে আমাকে ফেরাও,
সে ভ্রান্তিতে খুঁজি ঘর
যদি এই খড় বদলাও
আমি তবে মাটি পাই
পুঁতি গাছ
ছায়া পেড়ে আনি।
নিজেকে ফুটিয়ে খাই -
ভাত মাছ;
নয় বিরিয়ানি।
এর বেশি, নিরক্ষর
কবিতাকে আশ্রয় করে নি;
ক্লান্তিতে হে ঈশ্বর
জলে দিলে হাতুড়ি ও ছেনি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem