রাষ্ট্রযন্ত্র ও আমার ধ্যান Poem by Mohammad Mohi Uddin

রাষ্ট্রযন্ত্র ও আমার ধ্যান

Rating: 5.0

জ্যোৎস্না বনে চিতাবাঘ যেমনটি করে হরিণী খুঁজে
কি জ্যোৎস্না, কি অমাবস্যা-
রাষ্ট্রযন্ত্র আমায় খুঁজে ফেরে নিশিদিন!

মরুগিরি পথে আর সিন্ধু সারস এর মতো জলে
কেটেছে আমার গোত্রহীন জীবন|
গোখরা ফনার মত গর্জনে তর্জনে
আমাকে শাসায় তিলবর্ণ একদল মানুষ;
বাহাদুরের ঘুমোতে পারছেনা-
আমার ধ্যানের আওয়াজে!
রাষ্ট্রযন্ত্র চায় অবিবেচক একক সংগীত
আমার ধ্যানে একান্নবর্তী সমবেত কোরাস!

আমার পল্লবীত চোখ সমুদ্রের নোনা জল;
সবাই দেখতে পছন্দ করলেও গ্রহণে বিমুখ;
দূরগামী চোখ অন্তঃসত্ত্বা মায়ের মতো পরম মমতায়
তবু আগলে রাখে মানুষ, মানুষী, সৌরালোক|

প্রমোদ প্রাসাদে ক্লান্ত সব শাপলা, তোলোয়ার, তারকাখচিত নাবিক;
পুনর্জাগরণে চায় খঞ্জর-আঘাতের বন্য উৎসব|
আমার ধ্যানের শ্রীহীন মৃত্যুতে শ্রীদগ্ধ হতে চায়-
সামন্তপ্রভুদের কালবৈশাখী হৃদয়|

আমাকে ঘিরে ধরেছে বেয়োনট:
ফড়িঙের মত তাড়িয়ে দিতে নয়তো বা
বাঘবন্দি মৃত্যুর ফরমানে;
আমার নিশ্চল চোখ সাথে ঈষৎ ক্ষোভ
ট্রিগারের দিকে তাকিয়ে বলে উঠে-
খোঁজ নিয়ে দেখো যুগান্তের রাজাধিরাজ শুয়ে আছে;
সূর্যাস্তের মতো বিগত হয়ে আছে শতাব্দীর কত সম্রাট|
টিকে আছে টিকে রবে- ধ্যান;
চেয়ে দেখো উদ্যত যত পাহাড়!

POET'S NOTES ABOUT THE POEM
Ideological victory of good souls
COMMENTS OF THE POEM
MAHTAB BANGALEE 25 December 2022

politics and politician, meditation on self and human - there are something temporary and something permanent; by this way the mundane life is active; beautiful your poetic diction, nice to read

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Mohammad Mohi Uddin

Mohammad Mohi Uddin

Bangladesh
Close
Error Success