সময় হারিয়ে যায় কালের গভীরে। নদীও হারিয়ে যায় মোহনায়।
উদাসিন মেঘ উড়ে যায় নিরুদ্দেশে। মধু সংগ্রহে ব্যস্ত কর্মী মৌমাছি।
চেতনা ঘুরপাক খায়। এ সীমাহীন রোদ্দুর। আজ আসল ছবির দৃশ্য- গতান্তর।
পাহাড়ে ওঠো সুবর্ণ রেখা দেখবে। সাগর গভীরে অন্ধকার। অনেক সময়
মেঘে ঢেকে থাকে তারা। এইতো নিয়মের বেড়াজাল। লঙ্গরখানার রুটি।
গুননের ভাজ। ফনিমনসার কাটা। ক্ষতচিহ্ন সারা দেহ জুড়ে।
অসুধ লাগাবো কোথা? দুই হাজার উনিশ। পিয়াজের ঝাজ।
খেও না তা। অথচ খুব দরকারি। আসল যায়গায় হাত।
দেশ আবার নড়েচড়ে ওঠে। ব্যস্ত থাকুক সব সময়। ইস্যু।
কিচ্ছু যায় আসে না। গরীবের বারোটা বাজে। ধৈয্যই ভরসা।
চুয়াত্তরে কান্না একুশ শতকে বাসি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem