হায়নার বসত Poem by Mohamed Zulfikar Ali

হায়নার বসত

এ বন হায়নার দখলে- যত্রতত্র শব।
ভনভন মাছির শব্দ- পঁচা র্দূগন্ধ হাওয়া
মৃদু চাঁপা কান্না কোথাও কোথাও।

যতক্ষণ প্রাণ আছে - প্রাণপণে চলবে লড়াই ।
এ যেন মৃত্যুপুরীর আর্বিভাব
সংহারে তৃষ্ণা মেটে কী? কামনা একটাই
পোড়ামাটির নেতৃত্ব ।

আকাশে রক্তের মেঘ। সূর্য ডুবে যায়।
তুমি অন্ধ। কিছুই দেখো না
শিশুর অবুঝ মন- কিছুই বুঝো না।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success