গন্তব্য Poem by Mohamed Zulfikar Ali

গন্তব্য

পাহাড় ঘেমেই নদী.... গন্তব্য সমুদ্র। পাড়ে নৌকা বাঁধা
মাঝ গাঙে রোদ ঢেউ। জলে মাছ নেই... শঙ্খচিল উড়ে এক ঝাঁক।

আজকাল মাঠেঘাটে দোকানপাট। বিবিসি শোনেন পাবলিক।
আড্ডায় চায়ের পেয়ালায় ঝড়। মারে কয়েক ঘা....
রাজনীতি সকল স্তরে। মধ্যপ্রাচ্য হট কানেকশান।
সাব্বাস সাদ্দাম। বিশ্ব বাজারে কেবল ডলারের দাম বাড়ে।
প্রক্ষালন কেন্দ্রে পোস্টার... ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
পকেটে ব্যানসন বেস্ট। টু..টু..টু রেডিও বাংলাদেশ।
সংসদের প্রশ্নত্তোর পর্ব। সকল সমস্যা জলের মতন...
বিপদজনক! ! দশ নম্বর সতর্ক সংকেত। চাষাবাদে হতাশ কৃষক
ব্যাংকলোনে ঘুষ। মহাজনে সুদ। "একবার হারি নঁ যে হানির লাই....
আর একবারও হারি নঁ হানির লাই।
মাথা ভোঁ ভোঁ। বাজার গরম। ফুক ফিকিরে কাজ ‘নেহি'। মাল ঢালো।
মুদ্র্রামান কম। দিনলিপি গুণে যাই ফসল মৌসুম....
এখন তো গ্রহণের কাল। কম পয়সায় চলে না।
সূর্য থেকে তুলে নিয়ে ক্লোরফিল। কোন আঁধারই স্বদেশে থাকছে না।
টেস্ট রিলিফ আছে তো! পণ্য দাঁড়িতে একখানা ইট।
রাস্তা বানাতে দু'নম্বর ব্যবহৃত। লিবিডো... নিবিডো... মগজ ধোলাই
চিন্তা নেই হাতের কাছেই গ্লাস লবণ চিনির।
রাস্তার পার্শ্বেই কলা পাতার ছাউনি। নড়ে চড়ে কিন্তু ভাঙ্গে না।
তবু মাথা গুঁজবার ঠাঁই। তৃতীয় গ্রহের অধিবাস
মাথায় উকুনে কেশ... পরনে নেংটি... তেল নেই। আরবে আগুন।
সস্তার তিন অবস্থা। পাতে তুলে নেই... হাভাতের হাহাকার।
এইতো প্রশান্তি! একটু কাঁটা.... একটু আঁশ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success