সুন্দরবন Poem by Mohamed Zulfikar Ali

সুন্দরবন

যেদিকে তাকাই তোমার অপূর্ব ছবি…. মায়াবী হাতছানি
চক্ষুদ্বয় মুদে আসে উচ্ছ্বল সবুজ নন্দন কানন
নয়নাভিরাম দৃশ্য গ্রাস করে নেয় আকাশের দৃষ্টি
আহা! তখন হারিয়ে যাই এক অজানা অনন্ত ঠিকানায়
সুন্দরবন হয় সে তখন আকাশের বুকে নক্ষত্র ঝলমল
হয়তো তিনি মোহনীয় সতেজ সবুজে গড়ে তুলেছেন আরেক বেহেস্ত…
উড়ে যায় ছায়াচিত্র যেন মেঘেদের আবাসন ব্যাবিলন
সুন্দরবন স্থলে আমাজন বন দৃশ্যত স্মারক হয়ে ওঠে
তখন যে আত্মহারা হয়ে গাই শতাব্দির পরিচিত জয়গান
ওয়ান্ডার সেভেন এর আলোকিত সবুজ উদ্যান ভাবি
যেন শ্রেষ্ঠ অলংকারে আমাদের সুন্দরবনকে খুঁজে পাই।

দক্ষিণ বাতাস…. ঝাঁকে ঝাঁকে পাখিরা দেখেন সীমাহীন সাগরের জল
সুন্দরী.. গড়ান.. গেওড়া… গোল পাতার আঁড়ালে ইতিউতি খুঁজি
হরিণের পাল…রয়েল বেঙ্গল টাইগারদের…বানরেরা…কুমিরের দল
শিল্পীর ভাস্কর্যে স্থির নেত্রে চেখে বেড়াচ্ছে বন্ধুপ্রতিম
অলৌকিক অনুভূতি টের পাই…. বিশ্বাস গুড়িয়ে যায়
স্বপ্নেরা আহত হয় বিন্দু বিন্দু সুখোচ্ছ্বাসে।

যখন মহাকাশ পরিভ্রমণ শেষে সহবস্থানে ফিরে আসে
ভাবতে পারিনা তখন এইখানে একদিন জাতীয় বন ছিল
পৃথিবীর সব ন্যাশনাল পার্কের ভেতর যে আরেকটি শ্রেষ্ঠ পার্ক
প্রকৃতি বান্ধব প্রাণী নান্দনিক টানে সপ্রতিভ হয়
চারিদিকে ইউরেকা! ইউরেকা! ! প্রতিধ্বনি—
শঙ্খচিল উড়ে যায় পুরনো পালক ধরে রাখে
অতিথি পাখিরা পরশ সখ্যতা গড়ে তোলে মহাকর্ষ
সুন্দরবন হয় যেন মোহের জগত এক জলন্ত স্বাক্ষর।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success