1. জলের ক্যানভাসে আঁকে মেঘনা-তেতুলিয়ার রংতুলি ঢেউয়ের ছায়া।
পলিমাটি বুকে সবুজ শ্যামল ছবি বদ্বীপ ভোলায় দেখি পর্যটনে মায়া
ঝড়জঞ্জা প্লাবন নদীর ভাঙন যদিও নিত্য দিনের চির সাথী তবু
স্বপ্নের নৌকায় পাড়ি দেবে বদ্বীপবাসী প্রেমের মরমে যাবে হারায়া।
2. এ বদ্বীপে মজুত অনেক গ্যাস কূপ জ্বালে বাসাবাড়ি কলকারখানার বাতি
জীবন বদলায় প্রতিনিয়ত হাজার মানুষের সুখের জোয়ারে ভাসে রাতি
শিক্ষা দিক্ষা পযর্টনে বদ্বীপ ভোলায় আজ নতুন সূযের্র পাই সাড়া
মেঘের নাগালে প্রেমের চিঠিই দুলবে ফুটবে হ্রদয়ে ঘটবে মাতামাতি।
3. জ্যাকব টাওয়ার আকাশ ছুঁতে চায় পর্যটকে ভিড় জমায় বিশ্বাসী মন দোলে
ইতিহাস আর ঐতিহ্যতে ভোলার বদ্বীপ সুখের সাম্পান পাড়ি দেয় পাল তুলে
ঢেউয়ের গানে টানাপোড়েন মাঝে দোলা দেয় সাগরের শ্রাবণ-আকাশ-
পালংকে বাঁধা স্বর্ণালি বালু বদ্বীপ ভোলায় ফুলে উঠছে নানা গুল্মলতা ও গুলাব দুলে।
4. ঝড়তুফান জলোচ্ছ্বাসে যখনই ভাঙ্গে হাজার রকম ঢেউ বদ্বীপ ভোলা তখনো দাঁড়িয়ে থাকে
বাঁশের বেড়া ছন টিন মাটির বাড়ি সংগ্রামের এপিক ক্ষণে ক্ষণে প্রতিনিয়ত লিখে রাখে
মসজিদের আযান মিশে যায় নদী আর সাগরের ঢেউয়ের তালের সুরের লহরীতে মিশে
আল্লাহর নামটি বেজে ওঠে বিশ্বাসী অন্তরে বদ্বীপ ভোলার প্রাণ-পুরুষ মধ্য রাত্রিতে হাঁকে।
5. ভোলা তুমি শুধু মাটি নও তুমি ছায়াছবি খাঁটি সোনা খনি একমাত্র বদ্বীপ বাংলার অহংকার
তোমার রক্তেই লবণ-জলের ইলিশ আর মহিষা দধির স্বাদ তোমার বুকে ঝড়ের চিৎকার
যতদিন রবে পদ্মা-মেঘনা তেতুলিয়া কুকরি মুকরি সুন্দরবন প্রতিচ্ছবি মায়া হরিণ ততদিনই রবে তুমি
বাংলার মানচিত্রে অমর হয়ে রবে শাহবাজপুর তথা বদ্বীপ ভোলার মান অম্লান-চিরভাস্বর।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem