আমি কে?
শুধুমাত্র একটি জিজ্ঞাসা
উত্তর নেই? - হতে পারে আছে!
আমি আমি নই! কিন্তু-
আমি শুধুমাত্র তাঁরই প্রকাশ্য প্রতিবিম্ব!
আমি তাঁর গোপনীয়তার প্রকাশ! -সবই রহস্যময়!
আমি আমিই- দৃশ্য অদৃশ্যের কলহপূর্ণ অস্তিত্ব!
ভালোবাসায় আমি 'কিছুই নই' -র জ্ঞাতিকুল
সেখানেই ভালোবাসা যেখানে আমিই সত্য আমি নই
সেখানেই ভালোবাসা যেখানে আমি নির্বাণ স্থিতি
সেখানেই প্রেম যেখানে পুরো ব্রহ্মাণ্ডের সাথে আমি আমাতেই সুপ্ত
সেখানেই প্রেম যেখানে আমি আমার জন্যই মাতাল আর সে সুপ্ত দীপ আমার প্রদর্শক
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২৩.০৩.২০২১