মনিপুর Poem by Madhabi Banerjee

মনিপুর

মনিপুর
মাধবী বন্দ্যোপাধ্যায়


মনিপুর আমার দেশের এক অংশ
আমার দেশের এই মনিপুরের দুস্কৃতি কারীরা
মহিলাদের উলঙ্গ করে বিবস্ত্র মহিলাদের
খোলা রাস্তায় ধর্ষন করে নির্যাতন করে
অসম্মান করে নিজেদের দস্যুবৃত্তি পরকাষ্টা দেখিয়েছে।
এ ঘটনা শুধুমাত্র মনিপুরের লজ্জা নয়
এ ঘটনা আমাদের দেশের লজ্জা জাতির লজ্জা
দুঃশাসন দূর্যোধনেরা এখনও দেশের আনাচে কানাচে ঘুরে বেড়ায়
সুযোগ বুঝে ছোবল মারে
এখনো মহাভারতের ঘটনা বিদ্যমান
দুঃশাসন দূর্যোধনেরা এখনো আছে বস্ত্র হরনের জন্য
কিন্তু একজনও কৃষ্ণ নেই
এদেশের নারীরা এখন দ্রৌপদীর থেকেও অসহায়।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success