আজ আমি জয়ী
মাধবী বন্দ্যোপাধ্যায়
শোনা বন্ধুরা আজ আমি জয়ী
এ রাজ্যটাকে বিরোধী শূন্য করেছি
তোমরা তো জান
আমি বিরোধিতা পছন্দ করি না
প্রতিবাদ আমার পছন্দ নয়
যারা প্রতিবাদ করে
তাদের জীবন আমি আমি তছনছ করে দেই।
এ রাজ্যে কেবলমাত্র আমার দল দাপাবে
এ কথা তো তোমরা সকলেই জান
আমার রাজ্যে আমার অপছন্দের দাপাদাপি চুপ করাতে
গুলি বোমা রাতদিনের জন্য উন্মুক্ত পুলিশ আমার কব্জায়
তাতে আর কয়টাই বা লাস পড়বে
এতবড় রাজ্যে নূন্যতম কয়েকটি তো পড়তেই পারে
কয়েকটি ছেলেরই তো মায়েরা কাঁদবে
ওসব আমি আমার সুললিত বক্তব্যে শান্ত করে দেব
কয়েকটি জীবনকে তো নরক করে দিয়েছি
আর নরকের জন্য একটু কান্নাকাটি তো শুনতেই হবে
আমি যুদ্ধে নেমেছি কয়েকটি সৈন্য তো মরবেই
আজ আমি জয়ী
স্বর্গ নরক নিয়েই তো আমার জয়
পরাজয় আমি মানতে পারিনা।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem