বুদ্ধদেব ভট্টাচার্য য্স্মরণে ঃ শ্বেতপদ্ম
সাদা রংটা এক আজীব রং
লাল হলুদ সবুজ নীল কাঁদা পাঁক
বড্ড তারাতারি লেগে যায়
সাদাকে সাদা রাখতে গেলে
অন্য রং থেকে বাঁচাবার জন্য
থাকতে হয় সদা সতর্ক
এই বুঝি বা এক ফোঁটায়
সাদার অস্তিত্বকে দাগ ধরায় কলন্কিত করে দেয়
যেমন
চরিত্রটি সাদা রাখার জন্যও
সমভাবে সচেতন থাকতেহয়
থাকতে হয় সদা সতর্ক
কোনরূপ প্রলোভনে পদস্খলন হলো তো
চরিত্রকে কলন্কিত করে দেয়
সাদাকে সাদা রাখার দায় বড্ড বড় যে
রাজনীতির এই পাঁকে থেকেও
এতটা সাদা কিকরে রইলেন
আপনি তো শ্বেতপদ্ম-আপনাকে কুর্নিশ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem