ভারত আজ কৃষ্ণ নেই Poem by Madhabi Banerjee

ভারত আজ কৃষ্ণ নেই

ভারতে আজ কৃষ্ণ নেই
মাধবী বন্দ্যোপাধ্যায়


ভারতে আজ কৃষ্ণ নেই
এ দেশে এখন দুঃশাসন আর দুর্যোধনদের দাপাদাপি
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিন চারদিকে শুধুই নারীদের শ্লীলতাহানি
মনিপুর থেকে মালদা দ্রৌপদীদের বস্ত্রহরণ চলছেই
দুঃশাসন দুর্যোধনদের বড় বাড়বারন্ত
দ্রৌপদীরা কার কাছে বিচার চাইবে
কে রাখবে দ্রৌপদীদের মান
কে করবে দৌপদীদের লজ্জ্বা নিবারণ?
ভারতে আজ কৃষ্ণ নেই
ভারতে আজ নারীদের সম্মান নেই
দুঃশাসন দুর্যোধনদের দাপদ শেষ হবে কবে?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success