এক সফল বোড়ের চলা Poem by Madhabi Banerjee

এক সফল বোড়ের চলা

সফল বোড়ের চলা
মাধবী বন্দ্যোপাধ্যায়

যখন সে খুব ছোট ছিল
সে জানত যদি বাঁচতেই হয়
তবে ওকে কঠোর পরিশ্রম করতে হবে একটু চালাক হতে হবে
তা না হলে যে অবহেলা অবজ্ঞার স্তুপগুলো সামনে আছে
সেগুলোকে দু'হাত দিয়ে ঠেলে সরাতে পারবে না
ওকে হতে হবে এক বোড়ে, এই জীবন শতরঞ্জে।
এই জীবন শতরঞ্জে তো রাজা মন্ত্রীসহ গজ ঘোড়া নৌবাহিনী সকলেই আছে।
তাই তো প্রতিটি পদক্ষেপ ছিল সতর্কতায় ভরা
কারণ পুরো ছকটাই ছিল বাহিনীর কব্জায়।
তবু সে বেঁচে গেল, এগিয়ে গেল এক একটা করে ঘরে।
কখনো একপাশে গেল কখনো দূরে
ও তো মামুলী এক বোড়ে, তবু সে জিতে গেল।
একদিন এক বড় মাপের মোহরা হল
এক নিরাপদ ছকে পৌঁছল একদিন।

এতটাই নিরাপদ যে, শত্রু তো দূরের কথা
বন্ধুরাও তার পাশে আসতে পারে না।

এক হাতে তার জয়
আর এক হাতে নিসঙ্গতা।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success