সফল বোড়ের চলা
মাধবী বন্দ্যোপাধ্যায়
যখন সে খুব ছোট ছিল
সে জানত যদি বাঁচতেই হয়
তবে ওকে কঠোর পরিশ্রম করতে হবে একটু চালাক হতে হবে
তা না হলে যে অবহেলা অবজ্ঞার স্তুপগুলো সামনে আছে
সেগুলোকে দু'হাত দিয়ে ঠেলে সরাতে পারবে না
ওকে হতে হবে এক বোড়ে, এই জীবন শতরঞ্জে।
এই জীবন শতরঞ্জে তো রাজা মন্ত্রীসহ গজ ঘোড়া নৌবাহিনী সকলেই আছে।
তাই তো প্রতিটি পদক্ষেপ ছিল সতর্কতায় ভরা
কারণ পুরো ছকটাই ছিল বাহিনীর কব্জায়।
তবু সে বেঁচে গেল, এগিয়ে গেল এক একটা করে ঘরে।
কখনো একপাশে গেল কখনো দূরে
ও তো মামুলী এক বোড়ে, তবু সে জিতে গেল।
একদিন এক বড় মাপের মোহরা হল
এক নিরাপদ ছকে পৌঁছল একদিন।
এতটাই নিরাপদ যে, শত্রু তো দূরের কথা
বন্ধুরাও তার পাশে আসতে পারে না।
এক হাতে তার জয়
আর এক হাতে নিসঙ্গতা।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem