মানুষ ও পৃথিবী
মানুষ খেয়েছে ক্লান্তিহীনভাবে-
    ধুলো আর লতার পৃথিবীকে|
ইচ্ছা অনিচ্ছার যৌথ অভিযানে
খেয়েছে কবিতা, সবিতা, অপরাহ্ণের মায়াবতী রোদ্দুর
খেয়েছে সমুদ্রের রত্ন, মনের গহীনে থাকা যত্ন 
কী ষড়ঋতু, কী চক্রাকার গতি- সাবাড় করেছে 
এমনকি ব্যতীত বেদনা আর অগনন মৃত্যু! 
উজার করেছে চারপাশ; তবু কী আশ্চর্য 
গৃহে ফিরে খেয়েছে মুমূর্ষ স্বজনের নিগূঢ় নীরবতা! 
পূর্বপুরুষের ঘাট খেলো, বিস্তীর্ণ মাঠও খেলো
বাদ যায়নি স্ব-সন্তানের নিস্পৃহ বায়নাটাও
পাঁজর ভেঙে প্রিয়জনের স্পর্শহীন হৃদয়টাও খেলো
অবলীলায় ভূগোল, বিজ্ঞান খেলো সাথে ইতিহাসও 
শেষমেষ একবিংশ শতাব্দী ভাইরাসটাও খেলো! 
অতঃপর...
সময় গিলেছে টুপ করে খেকো মানুষকে|
একে একে প্রত্যেকে অবশেষে আজ নিরিবিলি গুরুস্তান 
পৃথিবী আজও দাঁড়িয়ে আছে স্বগৌরবে, সচকিত প্রাণ!                
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Beautiful