প্রথম প্রেম (First Love) Poem by Dipankar Sadhukhan

প্রথম প্রেম (First Love)

Rating: 5.0

বিশ বছর আগে
এক বসন্তের বিকালে
গোলাপী ফ্রক পরে
তুমি এসেছিলে একা
আমার হৃদয় দ্বারে
কিছু দেওয়ার আশায়।

তোমার ডান হাতে ছিল
একটি লাল রঙের ছাতা।
আর বাঁ হাতে
একটি হলুদ রঙের বই।
সোনালী আলোয় এলোমেলো চুলে
অপূর্ব লাগছিল তোমাকে।

মুক্তোর মতো সাদা দাঁতগুলো
উন্মোচন করে
বারবার কিছু একটা
বলতে চাইছিলে তুমি।
বুঝিনি তখন
তোমার সেই শব্দহীন ভাষা।

তোমার মুখমণ্ডলের
টোল পড়া হাসি
আর নরম ঠোঁটের
গোলাপী আভায়
মুগ্ধ হয়েছিল
আমার হৃদয়খানি।

তারপর চলে গেছে
অনেকগুলি বসন্ত।
হয়তো ওটাই ছিল
আমাদের প্রথম প্রেম।
তাই বারবার ফিরে আসে
হৃদয়ে সেই মুহূর্ত গুলি।

© দীপঙ্কর সাধুখাঁ
26 শে জানুয়ারি,2016।

This is a translation of the poem 195. My First Love by Dipankar Sadhukhan
Thursday, October 13, 2016
Topic(s) of this poem: beauty,first love
COMMENTS OF THE POEM
Close
Error Success