বাবাজান (Father) Poem by Abu Sayeed

বাবাজান (Father)

ঘুমপাড়ানি গান থেকে বিশ্ব সাহিত্য
শুনাতে বাবা তুমি আলাদিনের দৈত্য।
হাঁটি হাঁটি পা পা করে সেই ছোট্ট আমি,
বেড়ে উঠলাম তোমার সামনে
যদিও বা আমায় সেই ছোট্ট ছেলে বলতে তুমি!

সারা পৃথিবী ঘুমিয়ে আছে
জেগে আছে হয়ত বা ক'জন,
ধোঁয়া ওঠা চা হাতে করে বাবা
করছ তুমি উঠতে গর্জন!

পাঠশালায় দস্যিপনা করে পাড়া মাতাতাম
শাসনবারণ বকুনি কি কম শুনতাম!
মাধ্যমিকের দিনগুলি ছিল অতি উদ্দীপনার
মুখিয়ে থাকতাম কবে আনবে নতুন বইয়ের বাহার!

শিরায় উপশিরায় মোর, তোমার প্রাণ
রক্ত-মাংস, ঘামে মাখা তোমারি ঘ্রাণ
জুড়ে আছো হৃদয় মাঝে তামাম জাহান
আজো খুঁজি বাবাজান ডাক কিংবা আব্বাজান!

Friday, June 10, 2022
Topic(s) of this poem: father,father and son,childishness,nostalgia,father daughter,childhood
POET'S NOTES ABOUT THE POEM
it depicts the childhood memory
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success