Thursday, January 18, 2018

ন্যাংটো রাজার ন্যাংটো প্রজা আমরা। কে কাকে ন্যাংটো বলবে? (Essay On Slavery In India) Comments

Rating: 5.0

মানুষ আর তার জাগরণের মাঝখানে একটা উঁচু পাহাড় আছে। সেই পাহাড়কে মানুষের চিন্তার শক্তি দিয়ে জয় করতে হয়।
একটা জাতি আর তার জাগরণের মাঝখানেও একটা উঁচু পাহাড় আছে। সেই পাহাড়কে সেই জাতির জনগণের চিন্তার শক্তি দিয়ে জয় করতে হয়।

১৯৯৯ সালের জুন বা জুলাই মাস হবে সেটা। আমি তখন কার্গিল যুদ্ধে একটা ইনফ্যান্ট্রি ইউনিটের ডাক্তার। একদিন ইউনিটের CO (কমান্ডিং অফিসার)আর আমি, একটা পোস্ট পরিদর্শনে গেছি। দেখলাম- যেখানে AGL gun (অটোমেটিক গ্রেনেড লঞ্চার)ডিপ্লয় করা আছে, তার সামনের গাছগুলোকে কেটে ফেলা হয়েছে।CO রেগে গিয়ে জিজ্ঞেস করলেন-
...
Read full text

Arun Maji
COMMENTS
shyamal biswas 18 January 2018

দাদা যত পড়ি তত ভালো লাগে

0 0 Reply
Close
Error Success