' পরের দুঃখে কাঁদে প্রাণ...
তাই করতে চান অর্থ দান?
চোখের জল সত্যিই কি মোছে দুখির?
আছে কি এমন কোন পাথুরে প্রমান?
দুখির দুঃখ এখন 'সংগঠিত শিল্পবিশেষ'
লগ্নি যেখানে শুধুই ঘ্যানঘেনে স্যাঁতসেঁতে কথা...
কিছু সযত্নে করা ছবি, মাইনেজীবি 'স্বেচ্ছাসেবী'...
রঙচঙে বিজ্ঞাপনে, শুধুই 'পাশে আছি'র বারতা l
আপনি দিলে একশ পয়সা, দুঃখী পাবে'দশ'
বিজ্ঞাপনে শুধুই কর্পোরেট দের নাম-যশ l
দুঃখী নয় 'দরিদ্র নারায়ণ', দুঃখী মূলধন
তাই সতর্ক প্রচার'দুঃখী তুমি কোরনাক'জন্মনিয়ন্ত্রণ'l
দুখির কল্যানে সভা, সমিতি
দরদী মানুষ দানে কেক, রুটি..
দুখির জন্য হাইটেক সেমিনার, বোয়িংয়ে, জেটে আর
কালো কাচ ঢাকা এসি গাড়িতে চেপে ছুটোছুটিl
দুখি দেবে অনুকূলে মত, খুলে যাবে রাজপথ
ছুটবে বুলেটপ্রুফ ফেরারী, অডি, লিমুজিন
দুখের উ্ৎস খুঁজে আসবে উপাধি নোবেল...
স্ফীততর তহবিল..দুখির মুখ তবুও রবেই মলিনl
গরিবের হয়ে লড়তে লড়তে, কেমন করে
যেন..'ওরা' ধনী থেকে ধনীতর হয়ে যায়! !
সর্বহারার সবপেয়েছি'র স্বপ্ন তবুও ফেরি হয়..
আসে নতুন পোস্টার..'পুরানো'যথারীতি আস্তাকুঁড়েই যায়l