Distance (Bengali Version) Poem by Fahim Shahriar

Distance (Bengali Version)

Rating: 5.0

কিছুটা দূরত্ব থাকুক
যেমন দূরে থাকে দিবা থেকে রাত্রি
শত্রু থেকে ভ্রাতৃ,
সত্য থেকে মিথ্যা
বন্দী থেকে স্বাধীনতা!

এতটা কাছে এসোনা
যেখানে মায়ার আধার
যে জগৎ কল্পনার,
যা বাস্তবহীন
অসমীচীন!

এতটা কাছে এসোনা
যেখানে নয়নে বর্ষার প্লাবন হয়
স্মৃতিতে মন ভারাক্রান্ত হয়,
যেখানে বিষাদকে মনে হয় আপন
অন্ধকারকে মনে হয় আপন!

কিছুটা দূরত্ব থাকুক
মন থেকে মনের
চোখ থেকে চোখের,
ইশারা থেকে ইশারার
ভাবনা থেকে ভাবনার!

তবে জীবন সুন্দর হবে
বেঁচে থাকা সুন্দর হবে
প্লাবনহীন,
ঝড়হীন
দুর্ভিক্ষহীন!

অবহেলা থাকবে না
ভেজা চোখ থাকবে না,
থাকবে না অভিমান
অথবা প্রত্যাখ্যান!

থাকবেনা কোনো বিষাদ বিভেদ
হবেনা কোনো বিচ্ছেদ,
শরীরের মাঝে থাকবেনা কোনো দগ্ধ স্বজন
জীবন্ত মানুষের মাঝে শেষকৃত্যের আয়োজন!

তবু কি দূরে থাকা যায়?
চাইলেই কি একা থাকা যায়?
পৃথিবীর নিয়মে কাউকে খুঁজে পাওয়া
দূরত্ব ভুলে কাছে আসা, মায়া!
তবু কি আর দূরে থাকা যায়?

POET'S NOTES ABOUT THE POEM
কাব্যগ্রন্থ - দন্তস্য
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success