প্রেম ভালোবাসা নয় বন্ধুত্বের সুগভীর টানে
গেলাম দু'জনে মিলে একসাথে তোমার বাড়িতে।
শহুরে হুল্লোড় নেই আছে শুধু প্রশান্তি সেখানে;
কাটালাম কিছুক্ষণ প্রকৃতির মাঝখানে মিতে।
শান্তির ছায়ায় 'পরে অবস্থিত তোমাদের ঘর;
পরিবারের লোকেরা অমায়িক বড়ই সজ্জন।
খানাপিনা হাসি মজা খাস গল্পে কাটল প্রহর;
পরম আদর যত্নে বিমোহিত আমার এ মন।
প্রকৃতির মাঝে সেই গ্রামটিতে শান্তি পাই খুঁজে;
আজো দেখি তার পাশে সুশোভিত বহমান খাল।
পথের দুধারে মাঠ সুসজ্জিত সবুজে সবুজে;
শুভেচ্ছার ডালি নিয়ে আসে সেই শরৎ সকাল।
সুখের মুহূর্তগুলি লেখা আছে মনের গভীরে;
অলস সময় মাঝে স্মৃতিগুলি আসে ফিরে ফিরে।
© দীপঙ্কর সাধুখাঁ
১৫ই অক্টোবর, ২০২৪।
কলকাতা, ভারত।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem