ছোট্ট এক শহরে দুই যমজ ভাই ছিলো। তাদের একজন নেশাখোর দুর্বৃত্ত, অন্যজন ধার্মিক সমাজসেবী। দুই যমজ ভাইয়ের ভিন্ন ব্যক্তিত্বে আশ্চর্য্য হয়ে, শহরের এক সাংবাদিকের বড় কৌতূহল হলো। ব্যাপারটা তিনি একটু খুঁটিয়ে দেখতে চাইলেন।
একদিন সাংবাদিকটি নেশাখোর ভাইকে জিজ্ঞেস করলেন-
"তুমি যা করো, তা কেন করো? "
...
Read full text
খুব ভালো লিখেছেন।আপনার সঙ্গে আমি একমত ।আমার শুভেচ্ছা রইল।
সত্যিই তাই আঘাত অন্য লোকের হাতে থাকলেও সেই আঘাতের যন্ত্রণা নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিজের হাতে।