ভগবানের পঞ্চতত্ত্বে প্রকৃতি by Ink Soul
ভূমিতে সেজেছে সোনালী কেতন, অন্নে ঢালে প্রাণের গান,
জন্মভূমি জাগে ভগবানের ছোঁয়া, সেবার ছায়ায় জীবন জয়বান।
সবুজ ঘাসে, মাঠের আঁচলে, তাঁরই পদচিহ্ন অম্লান,
গরিমা ছড়ায় জড়ের ভিতর, শক্তিতে রচে মানবতাবান।
গগনে আঁকা তারার অক্ষর, চাঁদে সূর্যে এক শাশ্বত নাম,
নিভৃত রাতে ধ্যানের স্তবক, তাঁরই রূপে মিশে অবিরাম।
আকাশ জুড়ে তাঁর ইশারায়, বয়ে চলে কালের ধারা,
শূন্যে থেকেও পূর্ণতা বয়, শান্তির দ্বার খুলে সারা।
বায়ু বহে তাঁর নিশ্বাসে, প্রাণে আশার সুর বাজে,
সমীরণের মত সদা চলমান, মন দুলে আধ্যাত্মিক সাজে।
উত্তরের হিমে, দক্ষিণের দহনে, তাঁরই লীলা চলে,
বায়ু যেখানে, ভগবানও সেখানে—অলক্ষে আসে জলে।
আগ্নির শিখায় জ্বলে কর্মযোগ, তপে ওঠে জ্ঞানের দীপ্তি,
বলি, যজ্ঞ, ত্যাগে তাঁর ছবি, জয় করে অজ্ঞানার নীতি।
আত্মার আলো সেই অগ্নিতেই, বিকশিত হয় হৃদি,
পবিত্র আগুনের গহনে আছে, সৃষ্টির গভীর সঙ্গতি।
নীরে মিশে তাঁর করুণা, ধুয়ে যায় সকল গ্লানি,
ধারায় বহে শান্তির বার্তা, করে হৃদয় ভরা বাণী।
সাগর থেকে নদীর তট, তাঁরই রসে জীবন জাগে,
জলে যেমন মোহনা আছে, তেমনই বয়ে চেতনার ভাগে।
ত্রিলোকেশ্বর—ত্রিদেবতায়, সবার মাঝে তিনি বিরাজমান,
ভগবানই সব উপাদানে, একাত্ম রূপে বিশ্বধর্ম প্রাণ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem