নিভৃত নিরালায় সুরক্ষার বলয়ে স্নিগ্ধ ঘুমাচ্ছন্ন
নাড়ির সংযুক্তে সম্পৃক্ত অনুভব যেন বড় অনন্য;
আদর কোমলতা ঘিরে স্নেহার্দ্রতা ভরা অনুভূতি
নবজাতকের আগমনে মনে বাড়িয়ে দেয় সুখ্যাতি।
জগৎ মাঝে এই তকমা আনন্দময় অপ্রকাশ্য ভাব
আলিঙ্গনে ডুকরে কেঁদে ফিরিয়ে আনে সেই স্বভাব;
আলতো স্পর্শে চেনা শিহরণে ঠান্ডা স্রোত বয়ে যায়
'মা' ডাক যে শুনলে পরে জীবন মাধুর্য ফিরে পায়।
অনিশ্চিত মেঘাচ্ছন্নতায় মন যখন বিষন্নতার কবলে
আপন করে নিও মা-গো তোমার চরণাশ্রিত কমলে;
তোমার পরম স্নেহ, মায়ায় ডুবে এসেছি বহুদূর থেকে
ভেঙে না পড়ে আলিঙ্গনে চন্দনের ফোঁটা দিও এঁকে।
কিই বা যায় আসে 'মা' তুমি আমায় জন্ম নাও দিলে
জগতে 'মা' সবাকার বলে তোমায় সাজিয়ে দিলাম ফুলে;
মাতৃত্ব বোধে করলে যে আপন এতেই আমি গরীয়সী
তাই তো 'মা' সেই টানের ছুটে আবার আমি ফিরে আসি।