কেউ কেউ ব'লে থাকেন, কবিতা থেকে ব্যক্তিগত অনুশোচনাকে দূরে রাখাই উচিত,
বিমূর্ত থাকো, এবং বিমূর্ত থাকার কিছু যুক্তিও আছে,
কিন্তু হা ঈশ্বর,
বারোটা কবিতা খোয়া গেছে, আর ওগুলোর কোনও ছায়ালিপি বা প্রতিলিপিও রাখিনি আমি, শুধু তাই নয়, তোমার কাছে আমার
...
Read full text