মায়া (Bengali Sonnet) Poem by Dipankar Sadhukhan

মায়া (Bengali Sonnet)

হৃদয়ে সহে না জ্বালা আমি বড় ক্লান্ত;
ছুটেছিলাম কি মোহে তব পিছে পিছে!
দিলে না আমাকে ধরা আমি পরিশ্রান্ত;
ঠকিয়েছে বার বার আশা দিয়ে মিছে।

কণ্ঠ শুকিয়ে যখন ধুঁকেছি তৃষায়
এসেছ তখন তুমি আমার সামনে।
তোমার অমৃত সুধা কখনো আমায়
দিলে না করতে পান ব্যথা দিলে মনে।

তোমাকে চেয়েছি আমি আমার হৃদয়ে;
কোকিলের মতো যদি গান গাও সুরে।
ঊষার মরুভূমির মরীচিকা হয়ে
আমার সামনে থেকে সরে গেলে দূরে।

বুঝেছি তোমাকে আমি তুমি এক মায়া
অথবা চেয়েছি যাকে তুমি তার ছায়া।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৭ই মে, ২০২২।
কলকাতা, ভারত।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success