Bengali Poetry - আক্ষেপ আসলে এক বৃদ্ধ কারিগর Poem by Mriganka Sekhar Ganguly

Bengali Poetry - আক্ষেপ আসলে এক বৃদ্ধ কারিগর

"আক্ষেপ আসলে এক বৃদ্ধ কারিগর,
ফেলে রাখে সব ত্রুটি ঘাসের ওপর।

সন্ধ্যায় সব ডোবে - ঘাট, পাট, পাঠ;
বৃদ্ধ জোগাড় করে আনে ভেজা কাঠ।

আগুন জ্বালাবে তাতে, ফেলে দেবে ত্রুটি;
সেই দেখে হেসে ওঠে চাঁদের বুড়িটি।"

― Mriganka Sekhar Ganguly

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success