"আক্ষেপ আসলে এক বৃদ্ধ কারিগর,
ফেলে রাখে সব ত্রুটি ঘাসের ওপর।
সন্ধ্যায় সব ডোবে - ঘাট, পাট, পাঠ;
বৃদ্ধ জোগাড় করে আনে ভেজা কাঠ।
আগুন জ্বালাবে তাতে, ফেলে দেবে ত্রুটি;
সেই দেখে হেসে ওঠে চাঁদের বুড়িটি।"
― Mriganka Sekhar Ganguly
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem