আঘাত - Bengali Poem কবিতা Kobita Poem by Mriganka Sekhar Ganguly

আঘাত - Bengali Poem কবিতা Kobita

আঘাত কী অনুগত!
তাকে আমি যা কিছু শেখাই,
সে যেন আজ্ঞাবহ
মেনে চলে তাই।
যদি বলি- অবিশ্বাস
আমাকে মারুক প্রাণপণ,
দেখেছি সে ভালোবাসা
জীবনে এনেছে অকারণ।
যদি বলি অন্ধ করো
চিরন্তন সত্য থেকে দূরে।
সে বলে - অগ্নি শুদ্ধ
ঝাঁপ দিয়ে পড়ো, মরো পুড়ে।
যদি তাকে কণ্ঠনীল
অমৃতের বিষপাত্রে রাখি,
আমাকে অমর ক'রে
আমাকেই করেছে একাকী।
যদি বলি, হে আঘাত
নিরন্তর রাখো কেন বিঁধে?
সে বলেছে - ' আমি নই,
তোমাকে বিঁধেছে তোর ক্ষিদে।'

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success