Bengali Poem নেহাতই প্রেমিক জীবন Poem by Sanjib Saha

Bengali Poem নেহাতই প্রেমিক জীবন

নেহাতই প্রেমিক জীবন

তোমার চোখের কোল ঘেঁষে
এক ফোঁটা জল।
জলের পাশে বয়ে বেড়ানো কালি,
আমি অনন্ত মহা যাত্রায়
চলেছি রাতদিন।
পৃথিবী তার মতো করে
ঘুমিয়ে পড়ে, আবার ওঠে।
ঠোঁটের পাশে ফ্যাকাশে রোদ।
তাকে ছুঁয়ে তুমি যাবে কতদূর,
এখনো স্বপ্ন ভেসে বেড়ায়,
আমি অপেক্ষা করি
সহস্র নদীর মতো।

নদীকে বুকে নিয়ে হেঁটে যাও,
হেঁটে যাও তুমি।
এক ফোঁটা জলে প্রতিবিম্ব
ফুটে ওঠে চোখের কোল ঘেঁষে।

আমি আর কতদিন
ভ্রান্ত সুখ ছিঁড়ে খুঁড়ে খাবো,
কতদিন, আর কতদিন।
-----------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Modern Bengali poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success