Bengali Poem - কবিতা Poem by Mriganka Sekhar Ganguly

Bengali Poem - কবিতা

তোমার জন্য লিখতে গেলে কষ্ট আসে।
কষ্ট যে কী? - কঠিন তোমায় বুঝিয়ে বলা।
বুকের ভেতর সত্যি ভীষণ নীরবতা।
তোমার কাছে লিখব ব'লে যে সব কথা
রেখেছিলাম খাতার ভেতর - আজকে দেখি -
বাক্য দুটোই সব পাতাতে; আর কিছু নেই।
' থাকব না হয় অশান্তিতেই; বল্‌ ক্ষতি কী? '

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success