মানুষ আজ নিজস্ব চেতনাকে, "স্বার্থপরতা" নামের মহাজনের কাছে বন্ধক দিয়ে, অর্জিত সুখের চড়ুইভাতি করছে।
গরীব অশিক্ষিতরা চেতনাহীন। নিম্ন মধ্যবিত্তরা, চেতনা বন্ধক রেখেছে পেটের দায়ে। মধ্যবিত্ত, উচ্চবিত্ত, পন্ডিত আর ক্ষমতাশালী যারা, তারা চেতনা বন্ধক রেখেছে, লোভ আর স্বার্থপরতার কারনে। ফল? আমরা সকলেই আজ চেতনাহীন অন্ধ মৃত পচা কঙ্কাল।
...
Read full text